আজকে যুবভারতীতে এটিকে ও বসুন্ধরা ম্যাচ টি দু আর ডাই

এ এফ সি কাপের গ্রুপ ডি বিভাগে মোহনবাগান আজকে মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের ।প্রথম ম্যাচে ৪-২গোলে কিছুটা বিপর্যস্থ এটিকে মোহনবাগান। সূত্রের খবর আগামী মরশুমের মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ডেভিড উইলিয়ামসএবং প্রবীর দাশ ও বেঙ্গালুরু এফসি তে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছেন । বেঙ্গালুরু থেকে আসতে পারেন আশিক কুরিয়ান ।আজকের ম্যাচ
মরণ বাচন খেলা ।