হাত বদল হয়ে যাচ্ছে হরলিক্স ও বুস্টের মালিকানা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ব্রিটিশ  জ্যাত ওষুধ  তৈরী  সংস্থা জিএসকের  হাত  থেকে ৩৮০ কোটি ডলারে  হাত  বদল  হয়ে যাচ্ছে  হরলিক্স  বুস্টের  মত বেশ  কিছু ভোগ্য পণ্যের ,ব্রিটিশ -ডাচ  ভোগ্যপণ্য  উনিলিভারের হাতে । এই হাত  বদলের ফলে  উনিলিভারের প্রেসিডেন্ট বলেন  এই বদলের ফলে তাদের  ব্যবসায় বড়  বদল আসবে  অপরদিকে জিএসকের কর্ণধার  বলেন ওষুধে  বাড়তি লগ্নির জন্যে তাদের বাড়তি নগদের দরকার ছিল  তাই এই হাত বদল ।