জাকার্তার এশিয়া কাপ হকির খেলা তে ইন্দোনেশিয়া কে ১৬-০ গোলে হারিয়ে ভারত চলে গেলো সুপার ৪ য়ে । ভারতের হয়ে একাই ৫ টি গোল করেন জিবসন তীরকে ,হ্যাট্রিক করেন বেলি মোগ্গা সুদেব । দুটি গোল করেন সেলভাম কার্থি ,সোম কুয়ারকোট সুনীল ও রাজভট পবন ।একই সঙ্গে পুলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে আগামী বছর হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিলো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...