আবার ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় মুদ্রা ভান্ডার

গত ২০ সে মে ২০২২ সালে শেষ হওয়া সপ্তাহে ভারতের শেষ হয়ে যাওয়া মুদ্রা ভান্ডার ৪২৩ কোটি ডলার
বেড়েছে বলে জানান আরবিআই । আরবিআই থকে যে তথ্য পাওয়া গিয়েছে তার থেকে বোঝা যাচ্ছে ভারতের বিদেশী মুদ্রা ভান্ডার এসে দাঁড়িয়েছে ৫৯,৭৫০.৯ কোটি টাকা ,উল্লেখ্য আগের সপ্তাহে এই মুদ্রা ভান্ডার কমে গিয়েছিলো ২৬৭.৬ কোটি ।