রিয়্যাল মাদ্রিদের গোলকিপার বেলজিয়ামের কর্তুয়া চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন পোস্টের তলাতে ।তিনিএকাধিক গোল বাঁচিয়ে দল কে জয়ের রাস্তায় ফেরান ।৯টি গোল বাঁচান তিনি ।প্রথম অর্ধে কোনো দল গোল করতে পারেনি ।৫৯ মিনিটের মাথায় ভালভার্দের সেন্টার থেকে ঠান্ডা মাথায় লিভারপুলের জালে বল জড়িয়ে দেন জুনিয়র।ঠিক ২ মিনিট পরে শালার যে গোল মুখী শট তিনি বাঁচিয়েছেন তা অবিশাস্য ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...