ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি গাড়ি কেনা আরও মহার্ঘ্য হলো আম জনতার কাছে

গৃহ ঋণ আরও মহার্ঘ্য হলো ।দেশের অন্যতম বড় রাষ্ট্রায়াত্ব সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণের তহবিল
সংগ্রহের খরচের ভিত্তিতে হিসাব কোষা সুদের হার (এমসি এল আর ) সমস্ত মেয়াদে ১৫ বেসিস পয়েন্ট করে বাড়ালো ।১ বছরের গৃহ ঋণ সহ অন্যান্য ঋণে সুদের হার এসে দাঁড়ালো ৭.৪০%এই নিয়ে এক মাসে তিন বার সুদ বাড়ালো তারা এর ফলে বাড়বে ঋণে কিস্তির খরচ ।