আদানীদের হাতে যাচ্ছে আরো একটি ট্রান্সমিশন লাইন

এসার পাওয়ার নিজেদের একটি ট্রান্সমিশন লাইন বিক্রি করতে চলেছে আদানি ট্রান্সমিশন কে এই বিক্রির মাধ্যমে তাদের হাতে আসবে ১৯১৩ কোটি টাকা ।তিন বছর ধরে ঋণ দাতা দের ১.৮ লক্ষ্য কোটি টাকার ঋণ মেটানোর অঙ্গ হিসাবেই এই
সিদ্ধান্ত ।