রাষ্ট্রায়াত্ব সংস্থা কোল ইন্ডিয়া কে ১.২ কোটি টন কয়লা আমদানির জন্য তৈরি থাকতে নির্দেশ দিলো কেন্দ্রীয়সরকার ।দেশ জুড়ে বিদ্যুৎ কেন্দ্র গুলির জন্য আগামী ১৩ মাসের জন্য তা আমদানি করবে কোল ইন্ডিয়া ,সূত্রের খবর কতটা কয়লা লাগবে সেই বুঝে বরাত দিতে রাষ্ট্রায়াত্ব ও বেসরকারি বিদ্যুৎ সংস্থা গুলি শনিবার অব্দি সময় চেয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...