প্রথম কিস্তিতে ২৪ লক্ষ্য টন কয়লা আমদানি করবে কোল ইন্ডিয়া

গ্রীষ্মের দাবদাহ যত বাড়ছে তত প্রকট হচ্ছে দেশে কয়লার ঘাটতি ।কয়লার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র গুলি উৎপাদন না করতে পাড়ায় লোডশেডিং হচ্ছে রাজ্যে রাজ্যে তাই প্রথম দফাতে আমদানির লক্ষ্য ধরা হয়েছে ২৪ লক্ষ্য টন ।আমদানির বরাত দিয়েছে ৭ টি রাজ্য ,বিদ্যুৎ সংস্থা ও ১৯ টি স্বাধীন বিদ্যুৎ উৎপাদন সংস্থা ।তার মধ্যে আমাদের রাজ্যের পিবিসিএল এবং সিএইএসসি আছে ।