আগামী সেপ্টেম্বর মাসে রিলিজ হবে রণবীর আলিয়া জুটির ব্রহ্মাস্ত্র

গতকাল পরিচালক অয়ন মুখ্যোপাধ্যায় তার আগামী সেপ্টেম্বর প্রকাশিত হওয়া ছবি ব্রহ্মাস্ত্রের ট্রেইলার
প্রকাশ করলেন ।ছবিতে রণবীরের চরিত্রের নাম শিবা যাকে আগুন ও দগ্ধ করতে পারেনা ।রণবীরের গুরুর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ।উল্টোদিকে অন্ধকারের দেবী হিসাবে অভিনয় করেছেন মৌনী রয় ,নায়িকা হিসাবে আছেন আলিয়া ভট্ট ,একটি ছোট্ট ক্যামিও
চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ।