অবশেষে জামাই ষষ্টি পালন করার সময় পেলেন সুনীল ছেত্রী

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে র খেলাতে ব্যস্ততা
থাকা তে জামাই ষষ্টি পালন করা হয়নি ।তাই গতকাল শশুরমশাই ফুটবলার সুব্রত ভট্টাচার্যীর বাড়িতে বিলম্বিত জামাই ষষ্টি পালন করে গিয়েছিলেন সস্ত্রীক ক্রীড়া মন্ত্রীর বাড়িতে তার আমন্ত্রণে ।আজ সকালে তিনি উড়ে যাচ্ছেন বেঙ্গালুরু তে যাওয়ার আগে বলেন আমাদের আত্মতুষ্ট হওয়ার কারণ নেই আরো উন্নতি করতে হবে ।