কেন্দ্র ও রিসার্ভ ব্যাঙ্কের যৌথ আলোচনা তে চলতি অর্থবর্ষের প্রথম দফা তে সরকারি সোনা বন্ড কেনার জন্য২০ থেকে ২৪ জুন আবেদন জানানো যাবে দাম ধার্য্য হয়েছে ৫০৯১ টাকা ।অনলাইনে আবেদন করলে ও ডিজিট্যাল পদ্ধতি দাম মেটালে গ্রামপ্রতি ছাড় পাওয়া যাবে ৫০ টাকা করে ।দ্বিতীয় দফা তে বন্ডের জন্য আবেদনের দিন ধার্য্য হয়েছে ২২-২৬ অগাস্ট । সোনা বন্ডের দাম স্থির হবে
আবেদন শুরুর আগের সপ্তাহে শেষ তিন দিনের দামের গড়ের ভিত্তিতে ।