কালীঘাটের গর্ভ গৃহে নেমে এলো অন্ধকার

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিপদ তারিণী পুজোর দিনে মঙ্গলবার কালীঘাটে মায়ের মন্দিরের গর্ভগৃহে বিদ্যুৎ সংযোগ আচমকাই রাত্রি ৭ টার পরে বিচ্ছিন্ন হয়ে পরে ।ওই সময় মন্দিরে ছিল বহু মানুষ ,মন্দির কমিটি সিইএসসি কে খবর দিলে ,ইঞ্জিনিয়ার রা দাবি করেন তাদের সংযোগে কোনো গোলমাল নেই মন্দিরের অভন্তরীন বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার গন্ডগোল হয়েছে,বাইরে থেকে হ্যালোজেন জ্বালিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করলে তা বিফল হয় ,ক্ষোভ দেখান দর্শনার্থীরা,সময় মেনে মন্দির বন্ধ করে দেওয়া হয় ।