সূত্রের খবর আগামী ২৯ ও ৩০ সে জুলাই ইপি এফ ও এক বৈঠকে বসছেন সারা দেশ জুড়ে এক সঙ্গে পেনশন বিলির পরিকল্পনা নিয়ে ।এটি বাস্তবায়িত হলে ,তার ফলে ৭৩ লক্ষ্য পেনশন প্রাপকদের একাউন্টে এক সঙ্গে টাকা ঢুকবে ।বর্তমানে,এক সঙ্গে ১৩৮টি আঞ্চলিক অফিসের অধীনে আলাদা ভাবে ও সময়ে পেনশন দেওয়া হয় ।















































