দক্ষ ব্যাঙ্ক কর্মী গড়ে প্রস্তুতি নিচ্ছে আই বিএ

রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলিতে নেতৃত্ব দানের জন্য , দক্ষ কর্মী গড়ে তোলার কর্মসূচি ( লিডার শিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ) চালু করতে আগ্রহী আইবিএ ,সেই জন্য উপদেষ্টা সংস্থা গুলির থেকে দ্বরপত্র চেয়েছে ব্যাঙ্ক মালিকদের সংগঠনটি ।ব্যাঙ্ক গুলিকে প্রতিযোগিতার বাজারে আরও এগোতে সাহায্য করবে এই লক্ষ্য ।