গতকাল মধ্য প্রদেশের ১১ টি পুর নিগমে ভোটের ফলাফল ঘোষণা হয় । বিজেপির দখলে এসেছে উজ্জয়িনী,বুরহানপুর ,সাতনা ,খান্ডোয়া ,ইন্ডোর ও ভূপাল ।কংগ্রেসের দখলে এসেছে গোয়ালিয়র ,ছিন্দওয়ারা এবং জাব্বালপুর ।সবাই কে চমকে দিয়ে আম আদমি পার্টি জিতেছেন সিংরাউলী পুরসভা ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...