মধ্যে প্রদেশের ১১ টি পুরনিগমের ভোটে ৭ টি জিতলো বিজেপি

গতকাল মধ্য প্রদেশের ১১ টি পুর নিগমে ভোটের ফলাফল ঘোষণা হয় । বিজেপির দখলে এসেছে উজ্জয়িনী,বুরহানপুর ,সাতনা ,খান্ডোয়া ,ইন্ডোর ও ভূপাল ।কংগ্রেসের দখলে এসেছে গোয়ালিয়র ,ছিন্দওয়ারা এবং জাব্বালপুর ।সবাই কে চমকে দিয়ে আম আদমি পার্টি জিতেছেন সিংরাউলী পুরসভা ।