আজ দিল্লিতে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলের প্রার্থী মার্গারেট আল্ভা।কিন্তু তৃণমূলকংগ্রেস এবং আম আদমি পার্টির কোনো সাংসদ কে কোনো মনোনয়ন জমা দেওয়ার সময় থাকতে দেখা যাবেনা ।এই নিয়ে তৃণমূলের তরফেকেউ মুখ খুলতে চান নি । শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন “২১সে জুলাই ” মিটিং য়ে পরে বৈঠক ডেকেছেন নেত্রী সেই খানে তিনি সব খুলে
বলবেন ,আর আপ কংগ্রেসের কোনো প্রার্থী কে সমর্থন করবে না ।