গত ২.৫ বছর ধরে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে রানের খরা চলছে ।ইংল্যান্ড সফরে ৫ টি ম্যাচখেলে মাত্র ৭৬ রান তুলেছে কোহলি ।ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার কোহলির এই রানের খরা কাটাতে কোহলির সাথে ২০ মিনিটের একটি পরামর্শ শেষণ করতে চাইছেন।তিনি বলেন অফ স্টাম্পের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে বিরাটের আশা করছি ২০ মিনিট
সময় পেলে তাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারবো ।