আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠক ,সামনাসামনি হওয়ার কথা

আগামী ৭ ই অগাস্ট নীতি আয়োগের বৈঠক ভার্চুয়ালি না হয়ে মুখোমুখি হতে পারে । নীতি আয়োগ নিয়ে
শেষ বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের নিয়ে ২০১৯ সালে । এই বৈঠকের মূল বিষয় হতে পারে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানা পড়েনএবং জিএসটির ভাগাভাগি নিয়ে । জানা যাচ্ছে রাজ্য গুলিকে ব্যয়ের উপর সঙ্কোচ করার এবং খয়রাতি বন্ধের নির্দেশ দেওয়া হতে পারে ।