স্টিভেন কনস্টান্টাইন ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে এগিয়ে

ইস্টবেঙ্গলের তরফ থেকে ইতিমধ্যেই সই করার জন্য কাগজ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ।দুই এক দিনের
মধ্যেই তার নাম ঘোষণা হবে ,এবং আগামী বৃহস্পতিবার ইমামীর সাথে চুক্তি স্বাক্ষরিত হবে ইস্টবেঙ্গলের ।স্টিভেনের ভারতীয় দলের হয়ে কোচিং করানোর বাস্তববাদী অভিজ্ঞতাই তাকে এগিয়ে রাখলো এবং শৃঙ্খলার ব্যাপারে তার নাম সর্বজনবিদিত ।