রাজ্যের তন্তুজ পেতে চলেছে হস্তশিল্পের জন্য জাতীয় পুরস্কার

গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে জানান হস্তচালিত তাঁত পণ্যের (হ্যান্ডলুমের ) নকশা তে বৈচিত্রের কারণে ,কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক পুরস্কৃত করেছে তন্তুজ কে “জাতীয় হস্তচালিত “।৭ জন তাঁত শিল্পী পুরস্কার পাওয়াতে তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।