চলতি বছরের এপ্রিল-জুলাই য়ে দেশের ২৮ টি সংস্থা প্রথম শেয়ার ছাড়ার জন্য সেবির ছাড় পেয়েছে ।তাদের তোলার কথা ৪৫০০০ কোটি টাকা । এই পর্যন্ত যে আইপিও এসেছে ,তার সিংহ ভাগ টাকা ২০,৫৫৭ কোটি গিয়েছে এলআইসির ঘরে ।সেবির হিসাব বলছে গত বছরের ৫২ টি সংস্থার অর্থ উঠেছিল ১.১১ কোটি টাকা ,আর এই বছরের মে মাসের পরে নতুন কোনো শেয়ার আসেনি ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...