রাজ্য সরকারের লক্ষ্য আগামী ১৬ ই সেপ্টেম্বরের মধ্যে টালা সেতু শেষ করার কাজ ।সদ্য দায়িত্ব নেওয়া পুলক রায় জানান ,মহালয়ার আগেই টালা সেতু নির্মাণের কাজ শেষ হবে ,তাই দেখা যাচ্ছে বৃষ্টি উপেক্ষা করেও জোর কদমে চলেছে সেতু নির্মাণের কাজ ।স্থানীয় বাসিন্দা দের দাবি ,কর্মী সংখ্যাও বেড়েছে এবং সেতু টিতে দিনে যত না কাজ হয় তার অনেক বেশি কাজ হয় রাতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...