কলকাতা হাইকোর্টের কর্মী সংগঠন আগামী ৩০ সে অগাস্ট ডি এ দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করবে

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে আগামী ৩০ সে অগাস্ট কর্মবিরতির ডাক দিলেন কলকাতা হাইকোর্টের কর্মী সংগঠন । এই ব্যাপারে তারা প্রধান বিচারপতির দফতর কে অবহিত করেছেন ।কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে যেই ভাবে রাজ্য সরকারকর্মী দেড় প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করছে ।শেষ মেষ তারা এই প্রতিবাদের পথ বেছে নিয়েছে ।