ভারত – চীন যৌথ সেনা মহড়া শুরু হবে আগামী মঙ্গলবার

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আগামী মঙ্গলবার ২৫ সে ডিসেম্বর চীনের চেনডু  শহরে  আগামী ১২ দিন ধরে চলবে ,ভারত চীন যৌথ সেনা মহড়া,উল্লেখ্য  গত ৩০ মাশ  আগে এই দুই দেশের মধ্যে যৌথ সেনা মহড়া হয়েছিল ।ডোকলাম  অধ্যায়ের  জন্য মাঝখানে  যৌথ সেনা মহড়া বন্ধ ছিল ।  দেশের  প্রতিরক্ষা  মন্ত্রক  থেকে বলা  হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা  ও প্রয়োজনে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে  যৌথ অভিযানে  দক্ষতা  বাড়ানোর উদ্দেশ্যেই এই সেনা মহড়া ।