গতকাল ডুরান্ড কাপে যুবভারতী স্টেডিয়ামে মুম্বাই সিটি হারালো ভারতীয় নৌসেনা কে ৪-১ গোলে । মুম্বাইয়ের ৪ টি গোলের মধ্যে দুটি দেন ছাংতে ।তার খেলা দেখতে মাঠে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিভেন । ৪৩ মিনিটে নৌসেনা দলকে এগিয়ে দেন আদর্শ ,প্রথম অর্ধের ৪৮ মিনিটে ১-১ করেন বিক্রম ,৬৫ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন ছাংতে ,৮৯ মিনিটে মুম্বাই কে এগিয়ে দেন ছাংতে ,স্টিভেন তার ছাত্রের খেলা দেখে মন ভোরে গিয়েছে ।
রাজ্য
নব রূপে সজ্জিত হতে চলেছে এসপ্লানেড চত্বর
এসপ্লানেড চত্বরে পরিবেশ দূষণ রুখতে পর্যাক্রমে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত কে জানিয়েছেন ,রাজ্য সরকার ।মেট্রো সঙ্গে ১) নেওয়া পাড়া -দক্ষিনেশ্বর ২)...