নদীয়া তে গতকাল বাস পরিষেবা বন্ধ ছিল অটোর জন্য

গতকাল অটোর দৌরাত্বে ও তার প্রতিবাদে আচমকা বাস বন্ধের জেরে , দিনভর ভোগান্তি সইতে হলো নদীয়া বাসিদের দিন শেষে প্রশাসনের তরফে আশ্বাস মেলাতে ,বিকালে শুরু হয় কৃষ্ণনগর -করিমপুর রুটের বাস চলাচলে ।আজ সকাল থেকেই জেলার সব রুটে বাস চলার কথা ।