প্রাক্তন পর্ষদ সভাপতি ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসির কলকাতার ফ্ল্যাটে রাত ভর সিবিআই তল্লাশি

সিবিআই এসএস সির প্রাক্তন সভাপতি ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য কে নিয়ে তার বাঁশদ্রোণীর ফ্ল্যাটে রাতভর হানা দেয় । সিবিআই কর্তৃপক্ষের দাবি ওই ফ্ল্যাট থেকে এসএস সি নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পত্রউদ্ধার হয়েছে ।উল্লেখ্য সুবীরেশ এসএস সির শীর্ষ পদে ২০১৪ -২০১৮ শাল অব্দি যেই সময় শিক্ষক ও শিক্ষা কর্মীর বেআইনি নিয়োগ হয়েছিল ।