অবশেষে টালিগঞ্জ ষ্টুডিও পাড়া কাজ খুঁজে পেলেন রুদ্রনীল ঘোষ

অরিন্দম শীলের নির্দেশনা তে আবারো দেখা যাবে জিফাইভের হয়ে বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ কে । ফেলুদার ভূমিকা তে আছে পরমব্রত ও তোপসের ভূমিকা তে আছে ঋতব্রত মুখ্যোপাধ্যায় ।রুদ্রনীল রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা তে ।সূত্রের খবর কথা বার্তা হয়ে গেলেও এখন অব্দি প্রজেক্ট য়ে সই করেনি রুদ্রনীল ।