এশিয়া কাপে ভারতের কাছে পর্যদুস্ত হলো পাকিস্তান

ওয়েবডেস্ক : গতকাল এশিয়া কাপের ম্যাচে ভারত টসে জিতে পাকিস্তান কে ব্যাট করতে পাঠায় ।১৯.৫ ওভারে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৪৭ রানে ।সর্বোচ্চ রান করেন রিজওয়ান ৪৩(৪২) বলে । ভারতের হয়ে তিনটি উইকেট নেন হার্দিক এবংভুবনেশ্বর ৪ টি উইকেট নেন । জবাবে ব্যাট করতে নেমে ,ভারত ১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় যান তুলে নেয় ।হার্দিক পাণ্ড্য ৩৩ রান করে ম্যান অফ দি ম্যাচ হন ।