অক্ষয় কুমার স্ত্রীকে পড়াশুনা করাতে নিয়ে গেলেন লন্ডন

লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফিকশন রাইটিং য়ের মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হলেন টুইঙ্কল খান্না ।মিসেস ফানি বোনেস,লেজেন্ড অফ লক্ষ্মী প্রাসাদ এই সব বই আছে অভিনেত্রীর ঝুলিতে ।লেখালেখি তে আরও শান দিতে তার এই নতুন কোর্সে ভর্তি হওয়া । অক্ষয় কুমার এখন স্ত্রীর সঙ্গে লন্ডনে ,আগামী ৯ সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিন ঐখানেই পালন হবে ।তিনি মজা করে বলেন সকলে সন্তান কে
ভর্তি করাতে বিদেশ যায় আর আমি বৌকে ।