এই বার কি রাজ্যে ইলিশের সুদিন ফিরে আসবে

সোমবার রাত থেকে ১২০ টন মাছ এসেছে বলে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ,এই মরশুমে তো বটেইকয়েক বছরে একসঙ্গে এত ইলিশ আসেনি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা ।৫০০-৭০০ গ্রাম থেকে শুরু করে ১ কেজি অথবা তার বেশি ওজনের মাছ এসেছে । ৫০০ -৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দ্বরে ,১ কেজি অথবা তার উপরের দামের মাছ বিক্রি হচ্ছে হাজার টাকা প্রতি কেজি ।