এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেলো আফগানিস্তান

গতকাল এশিয়া কাপের খেলা তে ৮ উইকেটে বাংলাদেশ কে হারান আফগানিস্তান ।বাংলাদেশ করেন ৭ উইকেটে ১২৭ রান ,জবাবে ব্যাট করতে নেমে সর্বাধিক রান তোলেন মোসাদেক ৪৮* নট আউট (৩১)।আফগানিস্তানের মুজিবুর রহমান,১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ হন । জবাবে আফগানিস্তান ১৮.৩ ওভারে তিন উইকেটে ১৩১ রান তোলেন ,নট আউট ব্যাটসম্যান হলো ইব্রাহিম ৪২(৪১) নাজিবুল্লাহ ৪৩(১৭)।