গতকাল রাতে মরুশহরে এশিয়া কাপের খেলাতে হংকং য়ের বিরুদ্ধে জ্বলে উঠলো ভারতের সূর্য যাদব ।তারদাপটে ব্যাটিং য়ের জেরে ভারত ৪০ রানে হারায় হংকং কে ।প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ওভারে ১৯২ রান করে ,সূর্যযাদব করেন নট আউট৬৮ রান ২৬ বলে ।পাশে বিরাট নট আউট থাকেন ৫৯ রান করে ৪৪ বলে ,এবং ম্যান অফ দি ম্যাচ হন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...