সূর্যের দাপটে ভারতের কাছে পর্যদুস্ত হলো হং কং

গতকাল রাতে মরুশহরে এশিয়া কাপের খেলাতে হংকং য়ের বিরুদ্ধে জ্বলে উঠলো ভারতের সূর্য যাদব ।তারদাপটে ব্যাটিং য়ের জেরে ভারত ৪০ রানে হারায় হংকং কে ।প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ওভারে ১৯২ রান করে ,সূর্যযাদব করেন নট আউট৬৮ রান ২৬ বলে ।পাশে বিরাট নট আউট থাকেন ৫৯ রান করে ৪৪ বলে ,এবং ম্যান অফ দি ম্যাচ হন ।