আবারো ক্রোড়পতি season ১৪ কাজে যোগ দিলেন অমিতাভ

গত ২৩ সে অগাস্ট দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হয়েছিলেন বিগ বি ,বুধবার রাতে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরে তিনি তার ব্লগে বৃহস্পতিবার লেখেন আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছার জোরে সুস্থ্য হয়ে কাজে যোগ দিলাম ।সাতদিনের বদলে আমি নয়দিন নিভৃত বাসে ছিলাম ।বর্তমানে তিনি ক্রোড়পতি season ১৪ কাজ করছেন ।