ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌছালো রাজস্থান ইউনাইটেড

ডুরান্ডে বি গ্রুপে ৮ পয়েন্ট পেয়ে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিলেন মুম্বাই সিটি এফসি ,গতকাল রাজস্থান ২-০ গোলে হারায় নৌসেনা দের খেলার ৭৩ মিনিটে রাজস্থানের হয়ে গোল করেন ইউসেফ আর্তিস ৮৮ মিনিটে গোল করেন ,সের্গিও বারবোসা ,মোহনবাগানের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট থাকা সত্ত্বেও রাজস্থান ইউনাইটেড শেষ আটে গেলো মোহনবাগান কে মুখোমুখি সাখ্যাত্কারে জেতার জন্য ।