পুরো স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ডেঙ্গি তে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার আক্রান্তের সংখ্যা অনেক বেশি ।১৩ নম্বর বোরোর ১১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ,ডেঙ্গিতে জর্জরিত ।এই ছাড়াও দক্ষিণ কলকাতার ৭৩,৭৪ ,৮১,৮২ ৮৩,৯৩,৯৭,৯৯ ,১০৬ এই ওয়ার্ডের আক্রান্তের সংখ্যা বেশি । ১৪ নম্বর বোরোর হেলথ অফিসার রে রাই ১৩ নম্বর বোরোর শুন্যে পদে দায়িত্ব নিয়ে চালাচ্ছেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...