
গতকাল জুরিখের ডায়মন্ড লিগে নিরাজ চোপড়া ,৮৮। ৪৪ মিটার জ্যাভিলিন ছুড়ে এক নতুন ইতিহাস গড়ে তুললেন ।এইটি তার জীবনের চতুর্থ সেরা থ্রো । চ্যাম্পিয়ন নিরাজের পরে দ্বিতীয় হন দ্বিতীয় হন চেক রিপাবলিকের ভাবলেই ৮৬.৯৪ মিটার ছুঁড়ে আর তৃতীয় হন জার্মানির ওয়েবার তিনি ছোড়েন ৮৩.৭৩ মিটার ।নিরাজ পেলেন ভারতয়িও মুদ্রা ২৪ লক্ষ্য টাকা সঙ্গে সুদৃশ্য ডায়মন্ড ট্রফি ।