রাজ্যের দূষণ দূষণ নিয়ন্ত্রণ কর্তাদের পক্ষে জানানো হয়েছে যে ,গতকাল পর্ষদের সঙ্গে বৈঠক ছিল পরিবেশকর্মীদের সংগঠন সবুজ মঞ্চ ও তার অন্তর্ভুক্ত সংগঠনের প্রতিনিধিদের ।সেই খানে ঠিক হয় ,দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র পেতে পুজো কমিটি গুলিকে হলফনামা দিয়ে বলতে হবে ,যে ডিজে বাজানো যাবে না ।সাউন্ড লিমিটের মধ্যে সব শব্দ যন্ত্র বাজাতে হবে ,প্লাস্টিক বিধি মেনে
মণ্ডপ নির্মাণ করতে হবে আর ১০০ মাইক্রোনের কম ঘনত্ব বিশিষ্ট প্লাস্টিকের ব্যানার থাকবেন না ,এবং থার্মোকলের ব্যবহার চলবে না পুজো কমিটি গুলিতে ।