ফাইনালের আগে মহড়া ম্যাচে শ্রীলঙ্কা পর্যদুস্ত করলো পাকিস্তান কে

গতকাল মরুশহরে এশিয়া কাপ ফাইনালের আগে বেস্ট অফ ফোরের খেলাতে পাকিস্তান কে পরাজিত করলো শ্রীলঙ্কা ,প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৯.১ ওভারে ১০ উইকেটে ১২১ রান । সর্বাধিক রান করেন বাবর ৩০(২৯) বলে ।হাসারাঙ্গা ২১ বলে৩ টি উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেয় । জবাবে শ্রীলঙ্কা ১৭ ওভারেই ৫ উইকেটে ১২৪ রান তোলে ,নিশাঙ্কা ৪৫ বলে ৫৫ রান করে নট আউট থাকে ।