গতকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহামেডান ক্লাব ৩-০ গোলে চূর্ণ করলো কেরল ব্লাস্টার্স কে এবং সেমিফাইনালে পৌঁছে গেলো ।খেলার ১৭ মিনিটের মাথায় মার্কোসের পাশ থেকে ১-০ গোলে মহামেডান কে এগিয়ে দেন শেইক ফইয়াজ ।দ্বিতীয় অর্ধে মহামেডান সদ্যকলকাতা আশা নাইজেরিয়ান স্ট্রাইকার দাউদা কে মাঠে নামাতেই খেলা ঘুরে যায় ।৫৯ মিনিটে ফইয়াজের পাশ থেকে বল পেয়ে গোল রক্ষককে কাটিয়ে গোল করেন দাউদা । ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে অভিষেকের সেন্টার থেকে মা ছুঁয়ে মোহামেডানের হয়ে তৃতীয় গোল করেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...