গতকাল কলকাতা তে ৯৩ বছর বয়েসে বার্ধক্য জনিত কারণে প্রয়াত হলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি
নরেশ কুমার ।১৯২৮ সালে তিনি লাহোরে জন্মেছিলেন ।১৯৫২ সালে তার শুরু হয় ডেভিস কাপের জীবন অধিনায়ক ও খেলোয়াড় হিসাবে ,১৯৫৫ সালে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন নরেশ কুমার। তার হাত ধরেই উত্থান হয়েছিল লিয়েন্ডার পেজের ,তিনি ছিলেন তার প্রথম
জীবনের মেন্টর ।