আই সিসি টেস্ট রাঙ্কিং

India's Cheteshwar Pujara celebrates scoring a century during the first day's play of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Wednesday, July 26, 2017. (AP Photo/Eranga Jayawardena)

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সদ্য  প্রকাশিত  আই সিসি টেস্ট রাঙ্কিংয়ে  শীর্ষ স্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি  এবং বোলার  দের  মধ্যে জীবনের  সেরা  রাঙ্কিংয়ে  পৌঁছালেন  জাসপ্রিত  বুমরাহ  (৩৩ নম্বর )। এডিলেড  টেস্টের  পরে পূজারা পৌঁছালেন ব্যাটসম্যান দের  মধ্যে  ৪ নম্বরে  তার  আগে রয়েছে শুধুমাত্র  কেন উইলিয়ামসন  (৯১৩) এবং স্টিভ স্মিথ (৯৪৭),চেতেশ্বর পূজারার  পয়েন্ট হচ্ছে (৮৮৮)।