গতকাল ইংল্যান্ডের মাঠে ভারতের মহিলা ক্রিকেটার হরমণপ্রীতের ১৪৩ রানের বিধ্বংসী ইনিংসের জেরে
ভারত ,ইংল্যান্ড কে পরাজিত করলো । ভারত ব্যাট করে ৫ উইকেটে তোলেন ৩৩৩ রান ৫০ ওভারে ।হরমোনপ্ৰিত তার শেষ ১১ বলে ৩১ রান করে ।এই জয়ের মাধ্যমে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জয়ী হয়েছে । এই সিরিজে শেষ ম্যাচ খেলে ঝুলন গোস্বামী অবসর নিলেন ।