সোনু সুদ আবারো শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব নিতে চলেছেন বিহারে

গতকাল অভিনেতা সোনু সুদ বলেন মায়ের দেখানো পদ ধরেই তিনি শিক্ষার পরিধি বাড়াতে চাইছেন ।সম্প্রতিবিহারে গিয়েছিলেন একটি ফ্যাশন শো তে সেইখানে ঘুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের কথা জানিয়েছিলেন ।অতিমারীতে কাজ হারানো পরিবারগুলির সন্তান দের জন্য এই স্কুল টি খোলা হবে ।এই ছাড়াও পাঞ্জাবে আগামী মার্চে একটি স্কুল খুলতে চাইছেন যার উদ্দেশ্যে বৃত্তিমূলক শিক্ষার
উপর জোর দেওয়া ।