কুর্মীদের তফশিলি জনজাতি তালিকা ভুক্ত করার দাবিতে খড়্গপুরের খেমসুলি ,ও পুরুলিয়ার কুস্তাযুর স্টেশনের রেল অবরোধ চারদিনে পড়লো ।জানা যাচ্ছে শালবনি তে রেল অবরোধ চারদিনে পড়লো ।খড়্গপুরের রেল ডিভিশনের অনেক ট্রেন,এই জন্য বাতিল করা হয়েছে ।৭৪ টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে ,৮৯ টি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে ।যাত্রীরা পড়েছে আতান্তরে ,কুর্মি নেতারা বলেন সংশ্লিষ্ট বিষয়ের সচিব কে এখানে আসতে হবে ও আমাদের দাবি মানতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...