কুর্মীদের তফশিলি জনজাতি তালিকা ভুক্ত করার দাবিতে খড়্গপুরের খেমসুলি ,ও পুরুলিয়ার কুস্তাযুর স্টেশনের রেল অবরোধ চারদিনে পড়লো ।জানা যাচ্ছে শালবনি তে রেল অবরোধ চারদিনে পড়লো ।খড়্গপুরের রেল ডিভিশনের অনেক ট্রেন,এই জন্য বাতিল করা হয়েছে ।৭৪ টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে ,৮৯ টি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে ।যাত্রীরা পড়েছে আতান্তরে ,কুর্মি নেতারা বলেন সংশ্লিষ্ট বিষয়ের সচিব কে এখানে আসতে হবে ও আমাদের দাবি মানতে হবে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...