আজকে থিরুভানানথাপুরামের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে অবতীর্ণ হচ্ছে ভারত । দক্ষিণআফ্রিকার অধিনায়ক বাভুমা মনে করেন ,দক্ষিণ আফ্রিকা তে বল বেশি স্যুয়িং করেনা ।ভারতের পরিবেশে নতুন বলে বুমরাহ অর্শদীপ রা যেইভাবে সুইং করান তা সামলানো বেশ কঠিন । বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর ও হার্দিক পাণ্ড্য কে ,নতুন বলে বুমরাহ ,উমেশ যাদব ও অর্শদ্বীপের মধ্যে যেইকোনো দুইজন খেলতে পারে ।ফিরতে পারেন ঋষভ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...