ঘূর্ণিঝড়ের দাপটে ঠান্ডা কমে যেতে পারে

On: Thursday, December 13, 2018 10:27 PM

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  কলকাতার আবহাওয়া অফিস  সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় , তার ফলে  উত্তরে   হাওয়ার মাধ্যমে যে শীত ঝাঁকিয়ে  পড়তে পারতো তার দফা  রফা হয়ে গিয়েছে আজ  দিনভর শহরে তাপমাত্রা ছিল অনেক বেশি ,বিশাকাপত্তনমে অবস্থিত সাইক্লোন  সেন্টারের আশঙ্কা  বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরী  হচ্ছে তা আরো ঘনীভূত হয়ে তামিল নাড়ুর উপকূল লক্ষ করে ছুটে  যাচ্ছে  যেটা আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়ে  পরিণত হতে পারে সেই জন্য তামিল নাড়ু ও অন্ধ্র প্রদেশের মৎস্য জীবিদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা  জারি হয়েছে আগামী কাল ।