গুয়াহাটির মাঠে ইস্টবেঙ্গলের আজকে অস্তিত্ব রক্ষার লড়াই

আজ ২৯ সে অক্টোবর ডার্বি ম্যাচের আগে , ইস্টবেঙ্গল গুয়াহাটির মাঠে মুখোমুখি হচ্ছে গুয়াহাটির মাঠে ।কোচ স্টিফেন বলেন ডার্বি নিয়ে আমার কোনো আগ্রহ নেই আমাদের ভাবনা নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ভালো খেলার ।বর্তমানে লীগটেবিলের ১০ নম্বর স্থানে আছে ইস্টবেঙ্গল এবং একাদশ স্থানে আছে নর্থইস্ট ইউনাইটেড।লিমার খেলার সম্ভাবনা উজ্জ্বল হলেও এলিয়ান্ড্র চোটেরকারণে গুয়াহাটি যায়নি ।