ডার্বির আগে গুরুত্বপূর্ণ জয় পেলো ইস্টবেঙ্গল

গতকাল গুয়াহাটির মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড কে পরাস্থ করলো ইস্টবেঙ্গল ৩-১ গোলে ।ম্যাচের ১১ মিনিটের মহেশের পাশ থেকে ক্লেইটন সিলভা প্রথম গোল করেন ।৫২ মিনিটের কিরিয়াকু দেন পায়ের নিখুঁত শটে ইস্টবেঙ্গল কে এগিয়ে দেন । ৮৪ মিনিটের মাথায় মোবাশিরের পাশ থেকে ৩-০ করেন অস্ট্রেলিয়ান তারকা জর্ডান ,৯২ মিনিটের মাথায় ডার্বিশায়ার গোল করে ইস্টবেঙ্গল
ডিফেন্সের দুর্বলতা বুঝিয়ে দেন ।